close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হলেন কাজী আখতার..

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
ময়মনসিংহ রেঞ্জের মাসিক কাজের মূল‍্যায়নের ভিত্তিতে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কাজী আখতার উল আলম। ..

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র কার্যালয় সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে (মে-২০২৫) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মে মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে কাজী আখতার উল আলমকে রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। কাজী আখতারের হাতে শ্রেষ্ঠ এসপির পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। 

এসময় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দসহ ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ডিআইডি রেঞ্জ অফিসের তথ‍্য মতে মে মাসের অপরাধ পর্যালোচনায় কাজের মূল‍্যায়ন হিসেবে কাজী আখতার মামলা নিষ্পত্তি-৪২০, কুলেস মামলা নিষ্পত্তি-১৬,সি

আর মামলা নিষ্পত্তি-৫৬,মোট ওয়ারেন্ট নিষ্পত্তি-১৭৫৯,জিআর তামিল-১২১, জিআর রিকল-২৪১,সিআর তামিল-২০৭,সিআর রিকল-৫৩৮,সাজা তামিল-৮৪,সাজা রিকল-৭৬ এবং হেরোইন- ২০ গ্রাম,গাঁজা-১৩ কেজি ৫৭০গ্রাম ইয়াবা-১০৫৫২৭ পিস, বিদেশী মদ-১৫৫৮ বোতল,দেশী মদ-৫৩ লিটার,অন্যান্য উদ্ধার-২২৪,অস্ত্র উদ্ধার-০১,ভিকটিম উদ্ধার-৮৮ জন ৯৯৯-নিষ্পত্তি-৫১০ নিয়মিত মামলার আসামী গ্রেফতার-৭১৩ জন,

বিট ভিজিট-২৪-এর ভিত্তিতে তিনি সর্বমোট ৭৭.৫০ প্রাপ্ত মার্ক অর্জন করেন তিনি। প্রাপ্ত মার্ক বিবেচনায় তিনিই রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। 

এর আগে সভার শুরুতেই পূর্ববর্তী  অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক উদ্ধার,রেঞ্জের মূলতবি মামলা,গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,

স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

ময়মনসিংহ রেঞ্জে মে মাসের শ্রেষ্ঠ এসপির খেতাব অর্জন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,যে কোন পুরস্কার অর্জন,যে কোন মানুষকে তার কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহ জোগায়। আমিও তার ব‍্যতিক্রম নয়। তবে আমি বলব এ অর্জন আমার একার নয়। পুরো জেলার পুলিশের টিম ওয়ার্ক। সকলের কর্মফলের সমষ্টিই এ অর্জন। তাই বলব,এ অর্জন আমাদের টিমের সকলের। সামনের দিনগুলোতে এ অর্জন অব‍্যাহত রাখতেই কাজ করে যাবে ময়মনসিংহ জেলা পুলিশ টিম।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator