ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ী এলাকায় আজ (১ জুলাই ২০২৫) সকালে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহত নারী রওশন আরা গুলকিবাড়ীতে সন্তানদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
হামলাকারী মোঃ রাকিব (৫০) তিনি সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ১ জুলাই সকাল আনুমানিক ৬:৩০–৭:০০ দিকে এই ঘটনা ঘটে।
তাদের নিকটাত্মীয়দের সাথে কথা বললে তারা বলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের বিবাহ বিচ্ছেদের পর তা নিয়ে মোঃ রাকিব রওশনারার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তার জের ধরে ১ জুলাই সকালে রওশন আরার ভাড়াবাসায় ঢুকে ছুরিকাঘাত করে রওশন আরাকে হত্যা করার পর একই কক্ষেই নিজেও আত্মহত্যা করেন।
মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থা নিচ্ছেন।



















