ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় ধীতপুর ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ হাসিবুল আলম-এর নেতৃত্বে ধলিয়া বাজারে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ মিছিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ধলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে হাসিবুল আলম বলেন, “এই নবগঠিত কমিটি দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃত্বকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। আমরা ধীতপুর ইউনিয়ন ছাত্রদল সবসময় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকব।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।”
আনন্দ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুরো ধলিয়া বাজার ছিল উৎসবমুখর পরিবেশে। ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দও এই আয়োজনে উপস্থিত থেকে নেতৃত্ব দেন।