ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০২ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায়, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পবিত্র মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।
জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব এম জাকির হোসেন বাবুল। সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে শ্রমিক দলের নেতারা।
এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগ ও জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ।কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ময়মনসিংহ বিভাগ শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির চলমান সংগ্রামে বিজয়ের জন্য প্রার্থনা করা হয়।
এ কর্মসূচি বিএনপির তৃণমূল ও কেন্দ্রের মধ্যে একতার প্রতীক এবং শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দলের নবগঠিত কমিটির দৃঢ় অঙ্গীকারের প্রকাশ।