close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ম্যান সিটি ও আল হিলাল ম্যাচেও ঝড়ের আশংকা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ এর ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৭ টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আল হিলাল। তবে এই ম্যাচ কে ঘিরেও রয়েছে খারাপ সংবাদ..

এই ম্যাচও বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়ের কবলে। স্থগিত ও সাময়িক স্থগিত হতে পারে এই আসরের আরো একটি ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্লান্ডো সিটিতে। পূর্বাভাসে ওই সময় ঝড়ো আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ম্যাচ চলাকালীন আশেপাশে আট কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিকূল আবহাওয়া শনাক্ত হলে ম্যাচটি স্থগিত রেখে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হতে পারে বলে জানা যায়। 

ইতিমধ্যে সব মিলিয়ে ৬ টি ম্যাচ স্থগিত হয়েছে বৈরি আবহাওয়ার কারণে। এ যেনো এক নিয়মিত ঘটনা। এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে চেলসি বনাম বেনফিকার ম্যাচ টি। ম্যাচ যেখানে দেড় ঘন্টায় শেষ হওয়ার কথা, সেখানে ম্যাচ শেষ হয় পাঁচ ঘন্টায়। 

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে বৈরি আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে প্রশ্ন করা হলে ম্যানসিটি কোপ পেপ গার্দিওলা বলেন, ‘আমি অসাধারণ একজন কোচ। কিন্তু এখানো ঝড়, বজ্রবৃষ্টির বিরুদ্ধে লড়াই করার মতো ভালো কোচ হতে পারিনি। দুঃখিত।’ 

আগামী বছর ঠিক এই সময়ে বসবে জাতীয় দলের বিশ্বকাপ। যেখানে অংশ নিবে ৪৮ টি দল। মেক্সিকো, কানাডার পাশাপাশি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।যুক্তরাষ্ট্রের এই আবহাওয়া বড় চিন্তার ভাজ ফেলেছে ফিফা কে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator