close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

 মিরসরাইয়ের শেখেরতালুক গোলাম রহমান নুরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক গোলাম রহমান নুরানী মাদ্রাসায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখেরতালুক জামে মসজিদের কোষাধ্যক্ষ আলহাজ্ব দেলোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আলম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাইনুল, হাফেজ জাবের, অভিভাবক আবুল কালাম প্রমুখ। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাহাজাহান মাহামুদ।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাজাহান মাহামুদ জানান, নতুন প্রজন্মের মাঝে কুরআনের আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষাক্ষেত্রে এতিম শিশুদের জন্য তিনি সবসময় কাজ করে যাবেন।প্রসঙ্গত, সাহাজাহান মাহামুদ মিরসরাইয়ের শেখেরতালুক মাদ্রাসার পাশাপাশি তিনি মিরসরাইয়ের ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নে প্রতিষ্ঠা করেন বেগম আয়েশা দোভাষ ফোরকানিয়া মাদ্রাসা। তিনি নানা সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত রয়েছেন।

Keine Kommentare gefunden


News Card Generator