রাজধানীর মিরপুরে সংঘটিত এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫)। তাকে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল ভোর ৪টা ২৪ মিনিটে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের একটি বাস থেকে নেমে রিকশাযোগে পশ্চিম শেওড়াপাড়ার নিজ বাসায় যাচ্ছিলেন। রিকশাটি মান্নান সরণি এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী, যাদের মধ্যে শাকিল ছিল, একটি মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিমদের ভয় দেখিয়ে থামিয়ে দেয়।
পরে তারা ভিকটিমের কাছ থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। একই সঙ্গে তার চাচাতো বোনের গলা থেকে একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিম।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাকিল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।