close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
টাঙ্গাইলের মির্জাপুরে দখলে থাকা বন বিভাগের জমি উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায় দখল হওয়া বন বিভাগের জমি উদ্ধার করতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন এবং বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার শাহিনুর রহমান।
৬টি বাড়ি উচ্ছেদ, এক একর বনভূমি পুনরুদ্ধার
অভিযানের মাধ্যমে বনের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা ৬টি বাড়ির ৯টি ঘর ভেঙে দেওয়া হয়। সেইসঙ্গে উদ্ধার করা হয় এক একর বনভূমি।
অবৈধ দখলের দীর্ঘ ইতিহাস
বাঁশতৈল, আজগানা, তরফপুর এবং লতিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল বন বিভাগের জমি দখল করে রেখেছিল। এ বিষয়ে বন বিভাগের নজরে আসার পরই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কঠোর বার্তা প্রশাসনের
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, “সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ দখল করতে পারবে না।”
স্থানীয়দের মাঝে প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। একইসঙ্গে এই অভিযান বন বিভাগের জমি রক্ষায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা
এই অভিযানের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সরকারি জমি রক্ষা ও পুনরুদ্ধারে প্রশাসন সদা তৎপর। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
No se encontraron comentarios