ব্যাংককে চোখের অস্ত্রোপচারে সফলতা, মির্জা ফখরুল এখন কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেন। তিনি জানান, “বাংলাদেশ সময় বিকেল ৩টায় মহাসচিবের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ব্যাংককের একটি হাসপাতালে কেবিনে আছেন এবং তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।”
চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের পরপরই তাকে হাসপাতালের নির্ধারিত কেবিনে রাখা হয়। কেবিনে উপস্থিত থেকে সার্বক্ষণিক দেখভাল করছেন তার স্ত্রী। শায়রুল কবীর আরও বলেন, “চিকিৎসকরা আশাবাদী, অস্ত্রোপচারের পর পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক চিকিৎসা নিলে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন মহাসচিব।”
চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে গত সোমবার দিবাগত রাতে মির্জা ফখরুল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তারা।
ব্যাংককের ‘রুটনিন আই হসপিটাল’-এ পৌঁছে পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে মির্জা ফখরুলের চোখ পরীক্ষা করেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে চিকিৎসকরা তার চোখে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ায় কোনো জটিলতা ছাড়াই অপারেশনটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। যদিও পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে তাকে।
বিএনপি নেতাকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মহাসচিবের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। দলের হাইকমান্ড থেকেও সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে তার চিকিৎসা ও অবস্থার।
বর্তমানে মির্জা ফখরুল পুরোপুরি বিশ্রামে আছেন এবং পরবর্তী কিছু দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।