close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর জমকালো উদ্বোধন, করপোরেট দুনিয়ায় সাড়া জাগাল
 
			 
				
					দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করেছে ‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’। করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে গঠিত এ টুর্নামেন্টটি শনিবার (৪ জানুয়ারি) গুলশান-২-এ মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের উচ্ছ্বাস
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু এবং সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টের সাফল্য কামনা করে অজয় কুমার কুন্ডু বলেন,
"প্রতিদিনকার আনুষ্ঠানিক যোগাযোগের বাইরে মিডিয়া ইন্ডাস্ট্রির সবাইকে একত্রিত করে এমন একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগ সফল করতে আমাদের অংশীদারদের প্রতি কৃতজ্ঞ।"
টুর্নামেন্টের বিবরণ
টুর্নামেন্টে করপোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদমাধ্যম এবং রেডিওসহ ৩৩টি প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল দুই সদস্যের এবং তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৬৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অনুমোদিত আম্পায়ারদের পরিচালনায় অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করছে:
সময় টেলিভিশন, আরটিভি, দীপ্ত টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, চ্যানেল টোয়েন্টি ফোর, একাত্তর টিভি, দুরন্ত টেলিভিশন, নিউজ টোয়েন্টি ফোর, বাংলা টিভি, এখন টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, এবং ডিবিসি।
করপোরেট প্রতিষ্ঠান হিসেবে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ভিশন ইলেকট্রনিকস, এবং আরও অনেক।
সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, বিডিক্রিকটাইম, এবং দৈনিক মানবকণ্ঠ অংশ নিচ্ছে।উদ্যোগের লক্ষ্য
মিডিয়াকমের এ আয়োজনের লক্ষ্য করপোরেট পেশাজীবীদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং কাজের পরিবেশের বাইরে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করা।
টুর্নামেন্টের প্রথম দিনের খেলা জমজমাটভাবে অনুষ্ঠিত হয়েছে, যা করপোরেট দুনিয়ার মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			