close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মহেশপুরে পরক্রিয়ার জেরে এক গৃহবধূর আত্মহত্যা

Borhan Kabir avatar   
Borhan Kabir
ঝিনাইদহ জেলা মহেশপুরের আদমপুর গ্রামে পরকীয়ার জেরে এক গৃহপদের আত্মহত্যা করেছেন।..

স্টাফ রিপোটার: মো: বোরহান কবির..ঝিনাইদহ

আজ রবিবার (১ জুন) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে পরকীয়ার জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন (২৫)। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের দুটি পুত্রসন্তান রয়েছে, একজনের বয়স পাঁচ বছর, অন্যজনের দুই বছর।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জ্যোৎস্না খাতুনের সঙ্গে প্রতিবেশী আশরাফুল নামের এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক ছিল। শনিবার রাতে জ্যোৎস্নার চাচাতো ভাই আরিফুল হোসেন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জ্যোৎস্নার স্বামী নুরুজ্জামানকে জানায়।
পরিবারের সদস্যরা জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর সকালে দুই সন্তানকে স্কুলে পাঠানোর পর জ্যোৎস্না নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।"
ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জ্যোৎস্নার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা শোকে স্তব্ধ।

Комментариев нет