জাহাঙ্গীর আলম
যার যার কর্মস্থলে ফিরা মানুষ গুলো ভোগছে গাড়ির অভাবে মানুষ। মিলছে না বাস ভোগান্তিতে কর্মস্থলের যাত্রীরা। ভাড়া বাড়তি। রাস্তায় যাত্রী ঘন্টার পর ঘন্টা চৌড়া রৌদ্রে দাঁড়িয়ে আছে যাত্রীরা।
সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ খোলা। রাস্তায় শুক্রবার বৃহস্পতিবার ছিলো প্রচুর জ্যাম আর শনিবার রাস্তা ফাঁকা কোনো গাড়ি,বাস পাওয়া যাচ্ছে না।