close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মহাসড়কে দেখা দিয়েছে বাসের তীব্র সংকট।

Jahangir Alam avatar   
Jahangir Alam
মহাসড়কে দেখা দিয়ে বাসের তীব্র সংকট। মিলছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যাত্রীদের বাস।..
 
জাহাঙ্গীর আলম
 
আজ শনিবার, আগামী রবিবার (১৫ জুন) সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ খোলা। তাই পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে সবাই। কিন্তু গাজিপুর মহাসড়কে দেখা দিয়েছে বাসের তীব্র সংকট। বাস পেতে সময় লাগছে অনেক। লোকাল গাড়িগুলোও উত্তরবঙ্গ থেকে ভরে আসছে।
 
যার যার কর্মস্থলে ফিরা মানুষ গুলো ভোগছে গাড়ির অভাবে মানুষ। মিলছে না বাস ভোগান্তিতে কর্মস্থলের যাত্রীরা। ভাড়া বাড়তি। রাস্তায় যাত্রী ঘন্টার পর ঘন্টা চৌড়া রৌদ্রে দাঁড়িয়ে আছে যাত্রীরা।
 
 সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ খোলা। রাস্তায় শুক্রবার বৃহস্পতিবার ছিলো প্রচুর জ্যাম আর শনিবার রাস্তা ফাঁকা কোনো গাড়ি,বাস পাওয়া যাচ্ছে না।
 
لم يتم العثور على تعليقات