ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, অধিকার ও মর্যাদার স্বীকৃতি হিসেবে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ রকিবুল হাসান খান রাসেল এক শুভেচ্ছা বার্তায় দেশের সকল পরিশ্রমী শ্রমিক ও খেটে খাওয়া মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “মে দিবস কেবল একটি তারিখ নয়, এটি শ্রমিক শ্রেণির আত্মত্যাগ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। প্রতিটি উন্নয়নের পেছনে শ্রমিকের ঘাম ও কষ্ট লুকিয়ে থাকে। তাই তাদের মর্যাদা রক্ষা ও অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমরা প্রতিশ্রুতি নিতে চাই, শ্রমিকদের প্রতি অবিচার, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হবো। দেশ গঠনে শ্রমিক শ্রেণির অবদান অনস্বীকার্য। তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।”
রকিবুল হাসান খান রাসেল আশা প্রকাশ করেন যে, “ভবিষ্যৎ প্রজন্ম একটি এমন সমাজে বড় হবে যেখানে শ্রমিকের অধিকার থাকবে অক্ষুন্ন, কাজ থাকবে সম্মানের, এবং পরিশ্রমের মূল্যায়ন হবে যথাযথভাবে।”
এ সময় তিনি ভালুকা উপজেলার সর্বস্তরের শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।