মহান বিজয় দিবসে সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর '২৫) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে ৩২ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত সভাপতি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

সভায় পুলিশ সুপার বক্তব্যের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করে। মুক্তিযুদ্ধে অনেক পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহন করে অনেকেই শহীদ হন, অনেকে আহত হন। পুলিশ সদস্য বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অনেক‌ই খেতাবপ্রাপ্ত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী সহ অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator