close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মহান বিজয় দিবস উপলক্ষে আজাদ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

মহান বিজয় দিবস উপলক্ষে আজাদ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মধুপুর  প্রতিনিধি:(ইসমাইল হোসেন) 
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপন উপলক্ষে আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে টাংগাইলের মধুপুর–ধনবাড়ি এলাকার আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-১ (মধুপুর–ধনবাড়ি) আসনের গণমানুষের মনোনীত স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আসাদুল ইসলাম আজাদ বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় আজাদ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী দর্শক ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator