আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ পুলিশ বাহিনীর Assistant Sub-Inspector (UB) পদে পদোন্নতি পেয়েছেন মোঃ জনি পাটওয়ারী। তাঁর এই পদোন্নতিকে কেন্দ্র করে সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
মোঃ জনি পাটওয়ারী চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ আন্নাছ পাটওয়ারীর সুযোগ্য সন্তান। পারিবারিকভাবে দেশপ্রেম ও শৃঙ্খলার চর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা জনি পাটওয়ারী কর্মজীবনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব এবং শৃঙ্খলাবোধের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে Assistant Sub-Inspector (UB) পদে পদোন্নতি প্রদান করেন। দায়িত্বশীল মহলের মতে, তাঁর এই পদোন্নতি ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
ব্যক্তিগত জীবনে মোঃ জনি পাটওয়ারী একজন বিবাহিত পুরুষ। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। কর্মব্যস্ত জীবনের পাশাপাশি তিনি পারিবারিক দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন।
তার এই অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।



















