close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মেসির ইন্টার মায়ামির পরাজয়, ভ্যাঙ্কুভারের কাছে পিছিয়ে প্রথম লেগেই..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে দ্বিতীয় লেগের আগে চাপে মায়ামি

স্পোর্টস ডেস্ক: কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল পর্বে প্রথম লেগে ভ্যাঙ্কুভারের বিপক্ষে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে গোলের সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত ফল পায়নি ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি।

 

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল আদায়ে ব্যর্থ হন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে ঘিরে রক্ষণভাগে সংগঠিত থেকে পরিকল্পনা বাস্তবায়ন করে ভ্যাঙ্কুভার। মেসির পাশাপাশি স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেতস ও উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি।

 

ম্যাচের ২৪তম মিনিটে ব্রায়ান হোয়াইট ও ৮৫তম মিনিটে সেবাস্তিয়ান বেরহাল্টারের করা গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। মায়ামির একাধিক প্রচেষ্টা প্রতিপক্ষ গোলরক্ষকের প্রতিরোধ ও রক্ষণভাগের দৃঢ়তায় ব্যর্থ হয়।

 

প্রথমার্ধের শেষভাগ ও দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি বেশ কিছু আক্রমণ সাজালেও গোলের দেখা মেলেনি। খেলোয়াড়দের চেষ্টার ঘাটতি না থাকলেও ফিনিশিংয়ের অভাব এবং প্রতিপক্ষের সংগঠিত রক্ষণ দলটির সামনে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

 

আগামী ১ মে চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। পরের পর্বে যেতে হলে ওই ম্যাচে বড় জয় প্রয়োজন মেসিদের।

 

कोई टिप्पणी नहीं मिली