close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মেসির চুমু খাওয়া সেই সোনালি ট্রফি এখন ঢাকায়

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল এই ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।..

কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি পরম মমতায় যে ট্রফিতে চুমু এঁকেছিলেন, সেই আসল বিশ্বকাপ ট্রফিটি এখন বাংলাদেশে। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) সকালে ট্রফিটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। ট্রফিটির সঙ্গে ঢাকায় এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ও আর্সেনাল কিংবদন্তি গিলবার্তো সিলভা।

ট্রফি ট্যুর ও রুট গত ৩ জানুয়ারি সৌদি আরব থেকে শুরু হওয়া এই ট্রফি ট্যুর প্রায় ১৫০ দিন ধরে ৩০টি দেশের ৭৫টি ভেন্যুতে প্রদর্শিত হবে। এই দীর্ঘ যাত্রা শেষ হবে মেক্সিকোয়, যেখানে আগামী ১২ জুন থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশে এটি ট্রফির চতুর্থ সফর। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি ঢাকায় এসেছিল।

আসল ট্রফির বিশেষত্ব ঢাকায় আসা এই ট্রফিটিই বিশ্বকাপের ‘আসল’ ট্রফি, যা আগামী ১৯ জুলাই ফাইনাল শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। নিরেট সোনা দিয়ে তৈরি ৬.১৭৫ কেজি ওজনের এই ট্রফিটি শুধুমাত্র উদযাপনের জন্যই বিজয়ীদের হাতে দেওয়া হয়। পরে এটি ফিফা ফিরিয়ে নেয় এবং বিজয়ীদের সোলায় মোড়ানো একটি রেপ্লিকা ট্রফি প্রদান করে।

সীমিত পরিসরে প্রদর্শনী ২০২২ সালের মতো এবার অবশ্য বড় পরিসরে জনসমাগমের সুযোগ নেই। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল এই ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, আজ দুপুর ১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের টিকিটের বৈধ কপি এবং কোকাকোলার বোতলের নির্দিষ্ট ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রদর্শনী শেষে আজই ট্রফিটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator