close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মেসিদের উড়িয়ে শেষ আটে পিএসজি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
ম্যাচের আগে অনেকেই ভেবেছিলেন, মেসির ইন্টার মায়ামি হয়তো চমক দেখিয়ে ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) কে হারিয়ে দেবে। তবে বাস্তবে হলো উল্টোটা..

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো উড়ে গেল মায়ামি।

রবিবার (২৯ জুন) পিএসজি ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামিকে। প্রথমার্ধেই সব গোল করে ম্যাচ নিজেদের করে নেয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা।
ফরাসি ক্লাবটির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস। একটি করে গোল আসে আশরাফ হাকিমি এবং মায়ামির এক আত্মঘাতী গোল থেকে।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। শেষ দিকে ডি-বক্সের কাছ থেকে পাওয়া ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি।

শেষ পর্যন্ত পিএসজি তুলে নেয় সহজ জয়। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল। এখন তারা অপেক্ষায়, ফ্ল্যামেঙ্গো ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচের বিজয়ী দল হবে তাদের পরবর্তী প্রতিপক্ষ।

No comments found