close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাটডাউন কর্মসূচি পালন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সোনাকান্দায় বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা ৩ দফা দাবি আদায়ে পালন করলেন শাটডাউন কর্মসূচি। প্রি-সী ট্রেনিং, সরকারি চাকরিতে অংশগ্রহণ ও প্রশিক্ষণের মান উন্নয়নের দাবিতে উত্তাল হলো ক্যা..

শাটডাউন কর্মসূচিতে উত্তাল নারায়ণগঞ্জ, ৩ দফা দাবিতে সরব মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ, বন্দর প্রতিনিধি:
বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) শিক্ষার্থীরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ে একজোট হয়ে সরব হয়েছেন। নারায়ণগঞ্জ জেলার বন্দরের সোনাকান্দায় অবস্থিত এই প্রতিষ্ঠানে আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পালিত হয় পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগীয় ক্লাস, ল্যাব এবং প্রশিক্ষণ কার্যক্রম থেকে বিরত থেকে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

ক্যাম্পাসে প্ল্যাকার্ড হাতে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঘটে এই কর্মসূচি। শিক্ষার্থীরা বলেন, "আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে। যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা অফিসার ক্যাডেট হিসেবে সিডিসি পাচ্ছি না, সরকারি চাকরিতে উপ-সহকারী প্রকৌশলী পদে প্রবেশাধিকার নেই, আর প্রশিক্ষণের মান এমন যে, চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।"

তিন দফা দাবি নিয়ে আন্দোলন

শিক্ষার্থীরা তাদের মূল দাবিগুলো পরিষ্কারভাবে উপস্থাপন করেন। দাবি তিনটি হলো:

  1. অফিসার ক্যাডেট সিডিসি প্রদান:
    মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমা সম্পন্নকারীদের যেন অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিংয়ের মাধ্যমে সমুদ্রগামী জাহাজে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের সুযোগ নিশ্চিত করা হয় এবং সিডিসি (Continuous Discharge Certificate) প্রদান বাধ্যতামূলক করা হয়।

  2. সরকারি চাকরিতে সুযোগ:
    বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সম্পর্কিত বিভাগগুলোতে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপবিল্ডিং ডিপ্লোমাধারীদের জন্য আলাদা নিয়োগ বিধান চালু করতে হবে।

  3. প্রশিক্ষণের মানোন্নয়ন:
    বর্তমানে বিআইএমটি’র প্রশিক্ষণ মান আন্তর্জাতিক পর্যায়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি আধুনিকায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে উত্তেজনা, কর্তৃপক্ষ নীরব

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা পূর্বেও একাধিকবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, তবে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় এবার তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, "আমরা কোনো রাজনৈতিক দাবিতে নই। আমরা চাই আমাদের পেশাগত ভবিষ্যৎ নিশ্চিত হোক। আমরা বিদেশে গিয়ে কাজ করতে চাই, দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনতে চাই। অথচ প্রয়োজনীয় সনদ ও স্বীকৃতি না পেয়ে আটকে যাচ্ছি।"

বিক্ষোভ চলাকালে প্রশাসনের পক্ষ থেকে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেনি। বিষয়টি আরও উত্তেজনা বাড়িয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারের দৃষ্টি আকর্ষণ

আন্দোলনকারীরা জানান, তাদের এই তিনটি দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং মেরিন টেকনোলজির শিক্ষার্থীদের জন্য ন্যায্যতা ও সুযোগ নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।

No comments found


News Card Generator