close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে হাসপাতাল পরিচালনার দায়ে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা..

Md. Rayhana Mahamud avatar   
Md. Rayhana Mahamud
****

মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে অভিযান পরিচালনা করে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


সোমবার দুপুরে কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘন এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লংঘনের দায়ে ২ লাখ ৫ হাজার টাকা এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড করে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: রেজওয়ানা, বেঞ্চ সহকারী মোঃ আলামিন ভূঁইয়া, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

 উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।

نظری یافت نشد