close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোংলায় ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও নেটজাল জব্দ

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ করেছে। এসময় বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।..

শুক্রবার বেলা ১১টায় নৌবাহিনী, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ এ অভিযান চালায়।

এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন। এ অভিযানে পৌর শহরের শেখ আ. হাই সড়কের দোকান মেসার্স হাসান স্টোর ও তার দুইটি গোডাউনে তল্লাশি চালিয়ে ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ ২ হাজার কেজি পলিথিন এবং নেট জাল জব্দ করা হয়।

এ সময় নেটজাল ও পলিথিন বিক্রি এবং সংরক্ষণের দায়ে মেসার্স হাসান স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ অভিযান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন বলেন, সাগর ও সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি