টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গুবদিয়া ওগা বাড়ি এলাকায় এক কৃষকের আনারস বাগানে দুর্বৃত্তের ভয়াবহ তাণ্ডবের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) গভীর রাতে স্থানীয় কৃষক মজিদ মিয়ার বাগানে প্রবেশ করে দুর্বৃত্তরা একরাতেই কেটে ফেলে দেয় প্রায় ৪ হাজারের বেশি আনারস।
ভুক্তভোগী কৃষক মজিদ মিয়া জানান, তিনি বেশ কয়েক বছর ধরেই ওই জমিতে আনারস চাষ করে আসছেন। আসন্ন মৌসুমে বাজারে আনারস বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখবেন এমন আশায় ছিলেন। কিন্তু হঠাৎ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। মজিদ মিয়ার দাবি, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
ঘটনার পর সকালেই বাগানে ভাঙচুর আর কাটা পড়ে থাকা আনারস দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একে একজন পরিশ্রমী কৃষকের বিরুদ্ধে চরম অন্যায় ও পরিকল্পিত ক্ষতি বলে মন্তব্য করেছেন।
বাগান মালিক মজিদ মিয়া বলেন, “রাতের আঁধারে যারা এত বড় ক্ষতি করেছে, তারা কখনই কৃষকের বন্ধু হতে পারে না। এভাবে একজন গরিব মানুষের রুজির পথ বন্ধ করে দেওয়া অমানবিক।”
এ ঘটনায় মজিদ মিয়া মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন বলে জানা গেছে। তিনি এখন প্রশাসনের সহযোগিতা ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছেন।
স্থানীয়রা জানান, এমন ঘটনার দ্রুত বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন বর্বরতা করার সাহস না পায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ বলেছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















