close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মব সৃষ্টিকারীদের কড়া বার্তা দিলেন উপদেষ্টা মাহফুজ আলম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অরাজকতা বরদাস্ত নয়, কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিলেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কঠোর ভাষায় মব সৃষ্টিকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন।
অরাজকতা বরদাস্ত নয়, কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিলেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কঠোর ভাষায় মব সৃষ্টিকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেউ যদি সংঘবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের 'ডেভিল' হিসেবে বিবেচনা করা হবে। শক্ত অবস্থান গ্রহণের ঘোষণা নিজের পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘অভ্যুত্থানের পক্ষে থাকলে মব করা বন্ধ করুন। আর যদি মব করেন, তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে গণ্য করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন না।’ তার এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সরকার কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সহ্য করবে না। ‘মব’ প্রতিরোধে কঠোর ব্যবস্থা উপদেষ্টা আরও লেখেন, ‘কথিত আন্দোলন ও সংঘবদ্ধ বিশৃঙ্খলা আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।’ তিনি দেশের সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, ‘তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের নির্বুদ্ধিতা কিংবা উগ্রতা যদি বাড়তে থাকে, তাহলে আপনাদের সেই শান্তি বিনষ্ট হতে পারে।’ ন্যায়বিচারের আহ্বান উপদেষ্টা মাহফুজ আলম সবাইকে সুবিচার ও ন্যায়বিচার বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলুম করা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের উপরও জুলুম আসবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা - যুলুম করবেন না, যুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।’ সরকারের কঠোর মনোভাব এই বক্তব্যের মাধ্যমে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। দেশের স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যেকোনো অরাজক পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি নিয়ে নানা আলোচনা চলছে। তবে সরকারের এই কঠোর বার্তা স্পষ্ট করেছে যে, মব সৃষ্টিকারীদের জন্য সামনে অপেক্ষা করছে কঠিন পরিস্থিতি।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator