বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারে ইতিহাস গড়লেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। মাত্র ২৫ বছর বয়সে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। 'আনোরা' সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ অভিনেত্রী।
'আনোরা' সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে এক স্ট্রিপ ড্যান্সার ও রাশিয়ান গ্যাংস্টারের ছেলের প্রেমকাহিনি ঘিরে। প্রেমের বাঁধন গড়ালেও, তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় সেই গ্যাংস্টারের পরিবার। সমাজের নিম্নবিত্ত মানুষের জীবন, সংগ্রাম ও স্বপ্নের টানাপোড়েনই সিনেমাটির মূল উপজীব্য। সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত পরিচালক শন বেকার।
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পরই আলোচনায় আসে 'আনোরা'। গত বছর স্বর্ণপাম জয়ের মাধ্যমে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয় সিনেমাটি। সেই ধারাবাহিকতায় এবার অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন মাইকি ম্যাডিসন।
অন্যদিকে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়ান ব্রডি। 'দ্য ব্রুটালিস্ট' চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য এই সম্মাননা পান তিনি।
মাইকি ম্যাডিসনের এই কৃতিত্ব শুধুমাত্র তার ক্যারিয়ার নয়, তরুণ অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।