close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মাটি ও বালু খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স - ইউএনও মোস্তাফিজুর রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে মাটি ও বালু খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি কিংবা অবৈধভাবে ..

কঠোর অবস্থানে প্রশাসন

ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, মাটি ও বালু খেকো সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ফসলি জমির উর্বরতা নষ্ট করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করা কোনভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইফতার মাহফিলে বিশিষ্টদের উপস্থিতি

বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম-পিপিএম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ছালেহ আহম্মদ পাঠান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা কাজী মোবারক হোসেন ও মোশারফ হোসেন খান।

এছাড়া, উপস্থিত ছিলেন বন্দর বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, সোনাকান্দা ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির অভিভাবক সদস্য এরিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কুদ্দুস।

প্রেসক্লাব নেতৃবৃন্দের অংশগ্রহণ

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোঃ আলিম, আতাউর রহমান, মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ মেহেবুব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জি.এম. সুমন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দীপু, প্রচার সম্পাদক শাহ জামাল, নির্বাহী সদস্য নূরজ্জামান মোল্লা, মাহফুজুল আলম জাহিদ, স্থায়ী সদস্য লতিফ রানা, ইকবাল হোসেন, মেহেদী হাসান মুন্না প্রমুখ।

জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, শুধুমাত্র প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ফসলি জমির মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। এ ধরনের অবৈধ কার্যক্রম পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং কৃষির ক্ষতি সাধন করে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বন্দর উপজেলায় মাটি ও বালু খেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর অবস্থানের ফলে আশার আলো দেখছেন স্থানীয়রা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের অবৈধ কার্যক্রম নির্মূল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

No comments found


News Card Generator