মার্চেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: অর্থ উপদেষ্টা


বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী বছরের মার্চেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার লক্ষ্য স্থির করেছে সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, "পরমাণু নিরাপত্তার সর্বাধুনিক প্রযুক্তি মেনেই এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য, যত দ্রুত সম্ভব দেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনে এই প্রকল্পের ইতিবাচক প্রভাব কাজে লাগানো।"
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) চূড়ান্ত অনুমোদন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২৫ সালের মার্চে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
প্রকল্পের মেয়াদ ও ব্যয়ের বিষয়ে দৃষ্টিভঙ্গি
বড় প্রকল্প হিসেবে মেয়াদ ও ব্যয় বৃদ্ধিকে স্বাভাবিক উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, "যেটুকু সময় বেড়েছে তা অত্যন্ত সামান্য। তদুপরি, রাশিয়ার সঙ্গে সুদের বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।"
সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান
সভায় অর্থ উপদেষ্টা বিগত সরকারের সমালোচনা করে বলেন, "গত ১৫ বছরে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করা হয়েছে। তবে বর্তমান সরকারের অধীনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই কাঠামো পুনর্গঠনের কাজ এগিয়ে চলছে।" তিনি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মকর্তারা
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
রূপপুর প্রকল্প পরিদর্শন
মতবিনিময় সভার আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দলের সঙ্গে রূপপুর প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর কার্যক্রমকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই উদ্যোগ দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে এক যুগান্তকারী মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
No comments found