শনিবার (১২ এপ্রিল) দুপুরে মৎসভবন মোড়ে এক ব্যতিক্রমী ছবি হাতে প্রতিবাদ জানাতে দেখা যায় আরাফাত হোসেনকে।
আরাফাত হোসেন এঁকে নিয়ে এসেছেন দুর্দান্ত এক ছবি। তার ছবিটি ক্যানভাসে অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা। ছবিতে দেখা যায়, ইসরায়েলের পতাকার রঙে আঁকা হাত। আর সেই হাতে রয়েছে মানুষের হাতের মতোই পাঁচটি আঙুল। তবে প্রতিটি আঙুল ইসরায়েলের সহযোগী দেশগুলোর পতাকা দিয়ে মোড়ানো।
আরাফাত হোসেন জানালেন, ইসরায়েলকে শুধু দোষারোপ করছি আমরা, আসলে এর পেছনে শুধু ইসরায়েল না। আরও অনেক সাম্রাজ্যবাদী ও বর্বর শক্তির সমর্থন রয়েছে। আমি সেই দেশগুলোর কথাও সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দিতে চেয়েছি। আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল ও ভারতসহ বেশকিছু দেশের ইন্ধন রয়েছে ইসরায়েলি বর্বরতার পক্ষে। এদেরকেও আমাদের বর্জন করতে হবে। এদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।
আরাফাত হোসেন রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসায় পড়েন। তার শখ আরবি ক্যালিগ্রাফি চর্চা করা। তিনি জানান, গতরাত থেকে আজকে সকাল পর্যন্ত সময়ে ছবিটি এঁকেছেন তিনি। প্রতিবাদ হিসেবে এটি নিয়ে এসে শামিল হয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।