মাপে চুরি ও অনিয়ম: নারায়ণগঞ্জে প্রভাবশালী ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জ্বালানিতে চরম অনিয়ম! প্রতি লিটারে ৩০ মি.লি. তেল কম দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরের আলোচিত ‘প্রধান ফিলিং স্টেশন’কে মোবাইল কোর্টের অভিযানে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রভাবশা..

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জ্বালানি তেলের মাপে চুরি ও নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আলোচিত ‘প্রধান ফিলিং স্টেশন’-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় ফরাজিকান্দা এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটির অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহকারী তিনটি ডিজিটাল মেশিন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রতিটি লিটারে গ্রাহকদের নিকট থেকে ৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। ভোক্তাদের সঙ্গে এমন প্রতারণার প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে স্টেশনটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, “সরকারি নিয়মনীতি ভঙ্গ করে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের মাপে চুরি ও অনিয়ম করে আসছিল ‘প্রধান ফিলিং স্টেশন’। তিনটি মেশিনেই লিটারপ্রতি ৩০ মি.লি. কম দেওয়ার সত্যতা মিলেছে। এই অপরাধে জরিমানা ও সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানিয়েছেন, এই ফিলিং স্টেশনের মালিক দেলোয়ার হোসেন প্রধান একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। দলীয়ভাবে তিনি জাপা এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। অভিযোগ রয়েছে, রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা হয় এই ‘প্রধান ফিলিং স্টেশন’।

পাশের এক ভূমির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শুরু থেকেই মাপে কম দেওয়ার অভিযোগ থাকলেও, ভয়ে কেউ কিছু বলতে সাহস করত না। দেলোয়ার সেলিম ওসমানের প্রভাবে এলাকায় অনেক অপকর্ম চালিয়ে গেছে। এবার আইন তাকে থামিয়ে দিয়েছে।”

দেলোয়ার হোসেন প্রধান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। জানা গেছে, বিগত ‘জুলাই আন্দোলনে’ ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলা ও হত্যা মামলার একাধিক ঘটনায় তার নাম রয়েছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর প্রেক্ষিতে তিনি বর্তমানে বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতে এমন প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্থানীয় জনগণের অধিকার রক্ষায় অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

Keine Kommentare gefunden