২৮ জুন শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো পরিবেশে অনুষ্ঠিত হলো ‘এলিট গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫’। দেশের নামিদামি ইভেন্ট অর্গানাইজার উইজার্ড শোবিজের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ীদের অসামান্য অবদানের স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামীম আহসান, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতো ডক্টর হিসামুদ্দিন জাইজী।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সজীব করে তুলেছিলেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক পিয়া জান্নাতুল। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন তরুণ প্রবাসী ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় বিজনেস অ্যাওয়ার্ড। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৩ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ন্যাশনাল, সিটি ও অগ্রণী ব্যাংকের সৌজন্যে ৯ জন সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীর হাতে তুলে দেওয়া হয় রেমিট্যান্স অ্যাওয়ার্ড।
হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তব্যে বলেন, “প্রবাসীদের বিদেশের মাটিতে এই ধরনের সম্মাননা ও উৎসব দেশের উন্নয়নে তাদের আরও অনুপ্রাণিত করবে। বাংলাদেশ হাইকমিশন এ ধরনের আয়োজন আরও বাড়ানোর জন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানাচ্ছে।” তিনি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবাসী সমাজের প্রায় চারশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের মনোরঞ্জনের জন্য উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় গায়িকা মেহরীন এবং অভিনেত্রী পরীমনি, যাঁরা গেয়ে ও নাচে পুরো পরিবেশ মুখরিত করে তোলেন।
উইজার্ড শোবিজের চেয়ারম্যান ফাইজুল্লাহ ইকবাল ও সিইও আরিফুজ্জামান রাসেল অনুষ্ঠানের সাফল্যের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন।
মালয়েশিয়ার এই আয়োজনে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা তুলে ধরার পাশাপাশি তাদের উৎসাহিত করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা হলো, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী উদ্যোক্তাদের এই ধরনের সম্মাননা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এক বিশেষ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করেন অনেকে।