close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাগুরার শিশু আছিয়ার ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে কালিশুরি ডিগ্রী কলেজ ছাত্রদলের মানববন্ধন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মাগুরার শিশু আছিয়ার ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের দৃঢ় অবস্থান

হুজাইফা ইসলাম, বাউফল প্রতিনিধি..

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার ওপর বর্বর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে বাউফলের কালিশুরি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় কলেজ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা। এতে কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান বক্তা শরীয়ত উল্লাহ সৈকত মোল্লা বলেন "শিশু আছিয়ার ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তা মানবতাকে কলঙ্কিত করেছে। এটি শুধু একটি মেয়ে শিশুর ওপর নৃশংসতা নয়, এটি সমগ্র জাতির জন্য কলঙ্ক। আমরা এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

অন্য বক্তারাও বলেন "বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও একজন মা-বোন নির্যাতনের শিকার হচ্ছেন। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাই।"

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই ধরনের পাশবিক ঘটনার বিরুদ্ধে তারা ভবিষ্যতেও প্রতিবাদী অবস্থান অব্যাহত রাখবে।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।


এ ধরনের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

コメントがありません