close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মায়ের চিকিৎসা করাতে এসে নিখোঁজ! ১১ বছরের সুবাকে খুঁজছে পুরো শহর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঢাকায় মায়ের ক্যানসারের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছে ১১ বছরের এক কিশোরী! পরিবারের উদ্বিগ্ন আহ্বান—"দয়া করে আমাদের সুবাকে খুঁজে দিন!" 🔴 মোহাম্মদপুর থেকে নিখোঁ
ঢাকায় মায়ের ক্যানসারের চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়েছে ১১ বছরের এক কিশোরী! পরিবারের উদ্বিগ্ন আহ্বান—"দয়া করে আমাদের সুবাকে খুঁজে দিন!" 🔴 মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা! বরিশাল থেকে ঢাকায় আসা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) তার বাবা ইমরান রাজীব মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবার নিখোঁজ হওয়ার খবর ভাইরাল হয়েছে। বাবা ইমরান রাজীব আবেগঘন পোস্টে লিখেছেন— "আমার কলিজার টুকরা সুবা হারিয়ে গেছে! কেউ দেখলে দয়া করে যোগাযোগ করুন!" 🆘 শেষবার কোথায় দেখা গেছে? সুবার এক আত্মীয় জানান, রোববার সন্ধ্যায় বয়সে ছোট এক কাজিনের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেটের পাশে রাস্তা পার হওয়ার সময় তার কাজিন গাড়ি পাশ কাটিয়ে এগিয়ে যায়, কিন্তু সুবা আর ফিরে আসেনি। সর্বশেষ সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুবাকে টোকিও স্কয়ার মার্কেটের পাশে দুই তরুণের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। 📢 যদি কেউ দেখতে পান? সুবার পরনে ছিলো সাদা ড্রেস (প্রথম পোস্টে), পরে কালো প্যান্ট ও গোলাপি টি-শার্ট (পরবর্তী তথ্য অনুযায়ী)। কেউ সুবাকে দেখতে পেলে 01712-985858 (সুবার বাবা) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 🚔 পুলিশ কী বলছে? মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের একাধিক দল সুবাকে উদ্ধারের জন্য কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে, ফেসবুকে সাধারণ মানুষও সুবার সন্ধানে নেমেছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে, কারণ এই এলাকায় অপরাধপ্রবণতা বাড়ছে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে সুবার খোঁজ চালাচ্ছে। ➡ এই খবরটি শেয়ার করুন—একটি শেয়ারই সুবাকে ফিরিয়ে দিতে পারে তার মায়ের কাছে!
Không có bình luận nào được tìm thấy


News Card Generator