মাদ্রিদের জার্সি কখনো গায়ে জড়াতে চান না লামিন ইয়ামাল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

এফসি বার্সেলোনার হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ইতিমধ্যেই হয়ে গেছেন বার্সার প্রাণভোমরা। এই মৌসুমে জিতেছেন ৩ টি শিরোপা (ঘরোয়া ট্রেবল)। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে সেমিফাইনাল মঞ্চ থেকে।

ক্লাব কিংবা জাতীয় দল, সবজায়গায় নিজেকে খুব দারুণ ভাবে মেলে ধরেছেন৷ জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো ২০২৪। ফাইনালে ইংল্যান্ড কে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে অল্প বয়সে ইউরোপ শ্রেষ্ঠত্ব হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে৷

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নানান বিষয় নিয়ে কথাবার্তা বলেন লামিন। মৌসুমে নিজের ও দলের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন। এছাড়া নিজের বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ইয়ামাল।

 একটি প্রশ্ন ছিলো এমন, আপনার কখনো রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা আছে কিনা? ইয়ামাল খুব সুন্দর ভাবে উত্তর দিয়ে বললেন, আমার ক্যারিয়ারে আমি কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবো না।

রিয়াল মাদ্রিদ কে প্রতিপক্ষ পেলেই যেনো জ্বলে উঠে লামিন। এদিকে লামিন ইয়ামালের সাথে বার্সার সম্পর্ক যেনো পরিবারের থেকেও বেশি। এখানে থেকেই তিনি বেড়ে উঠেছেন, নাম কুড়িয়েছেন। তাইতো লামিন কখনো এই পরিবার কে ছাড়তে চাননা। রিয়াল-বার্সার নিজেদের মধ্যে খেলোয়াড় কেনা-বেচা অবশ্য একরকম ‘নিষিদ্ধ’ই বলা যায়। পর্তুগালের লুইস ফিগোর সেই দলবদল নাড়িয়ে দিয়েছিলো সবাইকে। বার্সা ছেড়ে রিয়ালে যোগ দেন তিনি। রিয়ালের হয়ে ক্যাম্প ন্যুতে খেলতে গিয়েছিলেন ফিগো। তখন তাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারা হয়েছিল শূকরের মাথা।

এছাড়া এই সাক্ষাৎকারে আগামী মৌসুমের পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বলেছেন ইয়ামাল। তিনি আরো বলেন, আমি প্রতিবছর উন্নতি করবো। আগামী বছরে আমি আরও বেশি গোল করবো, আরও বেশি অ্যাসিস্ট করবো। আর শারীরিকভাবে এখনকার চেয়ে বেশি শক্তিশালী হবো।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator