মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ 
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসানে'র নেতৃত্ব আজ সোমবার সকালে দিকে অভিযান পরিচালনা করেন 
তিনটি অবৈধ ডেন্টাল কেয়ার সিলগালা করা হয়েছে। 
এ সময় নোয়াপাড়া বাজারের তমা ডেন্টাল কেয়ার, মায়া ডেন্টাল এবং মনতলা বাজারের মিজান ডেন্টাল কেয়ারসহ মোট তিনটি ডেন্টাল ক্লিনিককে লাইসেন্স বিহীন ভাবে পরিচালনা  এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা  কার্যক্রম পরিচালনা করার অভিযোগে  তাৎক্ষণিকভাবে তালাবদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
 
এছাড়া মাধবপুর বাজারে অন্যান্য ডেন্টাল কেয়ার গুলোও পরিদর্শন করা হয় এবং তাদেরকে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র আপডেট রাখা এবং সেবার মান উন্নয়ন করার জন্য মৌখিক নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগের এই পদক্ষেপটি স্থানীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থায় মান বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			