close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে দুই ঘাতক গ্রেফতার

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর মনতলা রেলস্টেশনের কাছের ঝোপ থেকে ফারুক মিয়া (৫৩) নামের এক ব্যক্তির  লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ২ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার(২৪ মে) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল বহরা ইউনিয়নের রসুলপুর গ্রামের নজির আহমেদের ছেলে রুবেল (৩২) ও বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের মৃত মতিলাল কর্মকারের ছেলে বিধান কর্মকার(৩৫)।গ্রেফতারকৃত বিধান কর্মকার ফারুক হত্যাকান্ড জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ মূলত পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হত্যা করা হয়।’ তবে এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য গত ১৩ মে বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে পারিবারিক প্রয়োজনে মনতলা স্টেশন বাজার যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফারুক মিয়া।শুক্রবার(২৩ মে)  মনতলা রেলস্টেশনের কাছের একটি ঝোপে প্রায় গলে যাওয়া একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

Nessun commento trovato


News Card Generator