মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-টু’ অভিযানে নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. ওয়াহেদ অলক নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
মাধবপুর থানার ওসি মো. মাহবুবুর মুরশেদ খান বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের মামলায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



















