close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আংশিক কমিটি ঘোষণা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

সভাপতি হামিদুর, সাধারণ সম্পাদক শিমুল, সাংগঠনিক সম্পাদক নাকিব

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে “চৌমুহনী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ” নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত চৌমুহনী স্পোর্টস মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে তরুণ সাংবাদিক হামিদুর রহমান-কে সভাপতি এবং আব্বাস উদ্দিন শাহ শিমুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: রায়হান আশরাফ শাহ সজীব,সহ-সভাপতি: ইকবাল শাহ রাব্বি, মীর শরীফুল ইসলাম, তানভীর শাহ, সাইফুল আমিন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক: রিফাত মিয়া, ইকরামুল হাসান অন্তর,সাংগঠনিক সম্পাদক: মোস্তাক রহমান নাকিব,সহ-সাংগঠনিক সম্পাদক: ইমাম হোসেন,দপ্তর সম্পাদক: নিশাদ ইসলাম,প্রচার ও মিডিয়া সম্পাদক: জাকির হোসেন শামীম,সমাজকল্যাণ সম্পাদক: রাকিবুল রহমান,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: জুনাঈদ মিয়া,ক্রীড়া সম্পাদক: মাহিন
শিক্ষা বিষয়ক সম্পাদক: মাহি
সদস্য: তুয়াষিন, তন্ময়, আল শাহরিয়ার আকাশ, রবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. আলীম মীর বাদল, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, ছায়েদুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টি, শাহীনুজ্জামান মাস্টার, পারভেজ আহমেদ, কৃষকদলের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,
“যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অনৈতিক ও খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এই সংঘ সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। 

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator