মাধবপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

Nahid Hasan avatar   
Nahid Hasan
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বিএনপি ও সকল  সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় হোটেল হাইওয়ে কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল বাবুলের যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ,সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ,  শিল্পপতি সৈয়দ মোঃ হুমায়ুন, প্রকৌশলী সৈয়দ মোঃ সেলিম।
মূলত এটি কর্মী সভা হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারনে জনসভায় রুপ নেয়। সকাল ১০ টা থেকে ১১ টি ও পৌরসভার সকল ইউনিটের নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সভায় যোগদান করেন।
 সৈয়দ মোঃ,ফয়সল বলেন,বিগত ১৬ বছর আমরা স্বাধীনভাবে চলতে পারিনি। আমাদের নেতাকর্মীদের ওপড় হামলা মামলা করে কোণঠাসা করে রাখা হয়েছে। বিএনপি এদেশের মাটি ও মানুষের সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধ লড়াই সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জুন জুলাইয়ে আন্দোলনে সরকারের পতন হয়েছে।বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল।সংসদ নির্বাচন যথাসময়ে বিএনপি দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা জাতির সামনে পেশ করেছেন।এটি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবেনা।বিএনপির নামে প্রতিদিন অপপ্রচার হচ্ছে।তা রুখে দিতে হবে।আর বিএনপির নাম ভাঙ্গিয়ে কোন অপকর্ম করলে এর দায় বিএনপি নিবেনা।


তিনি বলেন, মাধবপুর চুনারুঘাটের মানুষের সাথে দীর্ঘদিনের হৃদয়ের টান। তাদের ভালবাসা সমর্থন নিযে বাকি জীবন থাকতে চাই। তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি করেন হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বর্ষিয়ান পরীক্ষিত, বিএনপির ত্যাগী নেতা সৈয়দ মোঃ,ফয়সলকে যেন মনোনয়ন দেন।

তিনি মনোনীত হলে এবার জনতার রায়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাল্লাহ। সৈয়দ মোঃ ফয়সল তিল তিল করে মাধবপুর চুনারুঘাট উপজেলায় বিএনপিকে শক্তিশালী করেছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক রোষানলে পড়ে তার বড় ভাই সাবেক কৃষি মন্ত্রী সৈয়দ মোঃ কায়সারকে কারারুদ্ধ করে প্রহসনের বিচারে মারা হয়েছে।তবু তারা বিএনপির হাল ছেড়ে দেননি।


সভায় আরো বক্তব্য রাখেন  সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অলিউল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, সহ সভাপতি চেয়ারম্যান পারভেজ চৌধুরী, চেয়ারম্যান খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান,সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ মিয়া। উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী প্রমূখ। 

Walang nakitang komento