close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাধবদীতে ৪ বছরের শিশুকে অপহরণ: ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
মাধবদীতে ৪ বছরের শিশুকে অপহরণ: ৫ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার ২

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মাধবদীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে কাঠালিয়া এলাকার কাউছার মিয়ার চার বছরের মেয়ে তানিশা তাসনিম অপহৃত হয়। দুপুরে শিশুটির বাবা মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায় পুলিশ।

অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার উত্তর আজীবপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, “অভিযোগ দায়েরের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।”

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার পূর্ব কালুচো এলাকার মো. আফছার (২৮) ও ফাতেমা ওরফে ফারজানা (২২)। তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবির কাজে ব্যবহৃত একটি লাল-কালো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে। শিশুটিকে অক্ষত উদ্ধার করায় স্থানীয়রা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator