close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাদারগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন 

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল্লাহ, সেবাগ্রহীতা মাহিদুল ইসলাম সুমন প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সেবা গ্রহীতারাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Nenhum comentário encontrado