জামালপুর জেলার মাদারগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে থানা মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়,
বিজয় দিবসের এই কর্মসূচির শুরুতে যুবদল নেতা ডক্টর এম এ মান্নান ও আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে নেতাকর্মীরা সমবেত হন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর এক বর্ণাঢ্য র্যালি মাদারগঞ্জ থানা মোড়ের বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদল নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাউছার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য মোখলেস ও হাফিজুর সরকার, যুবনেতা নুর ইসলাম, লাভলু, রিপন মিয়া, মোহাম্মদ সেলিম, মোঃ সাইফুল, মাহমুদুজ্জামান, শরিফ, সোহেল বাবু, সাইফুল, যুবনেতা তৌহিদ হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য নাইম ইসলাম এবং দুই নং করইচরা তাঁতি দলের সাধারণ সম্পাদক মজনু মিয়া সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
যুবদলের এই কর্মসূচির মধ্য দিয়ে মাদারগঞ্জে বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন করে তুলে ধরা হয়েছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Walang nakitang komento



















