ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর পরই গোটা বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ করে বেড়ে যাওয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সম্ভাব্য প্রতিশোধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রবিরোধী আন্দোলনের সম্ভাবনা রয়েছে, যা সরাসরি মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
স্থানীয় সময় রবিবার মার্কিন পররাষ্ট্র দফতরের দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরান-ইসরায়েল সংঘর্ষের কারণে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং কিছু কিছু আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব ধরনের ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত সংবাদমাধ্যম সিএনএন জানায়, মার্কিন পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে, তারা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা হুমকি ও ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য দপ্তরের ওয়েবসাইট থেকে জেনে নেন। এতে করে তারা নিজেরাই ঝুঁকি বিশ্লেষণ করে যথাযথ পদক্ষেপ নিতে পারবেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও বাড়তি সতর্কতা জারি করেছে। বিভাগের মুখপাত্র জানান, ইরানের ওপর সামরিক হামলার জেরে ‘সাইবার আক্রমণ’ এবং ‘লোন উলফ’ ধরণের একক হামলার আশঙ্কা বাড়ছে। এই সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই সামরিক অভিযানের পর তৃতীয় পক্ষের দ্বারা যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্রদের ওপর সাইবার হামলা, বোমা হামলা বা বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। একইসাথে আন্তর্জাতিক মিশনে থাকা মার্কিন কর্মকর্তা, সেনা সদস্য ও দূতাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ইরানের পরিস্থিতি নিয়ে ফের আলোচনায় আসলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শাসন পরিবর্তন শব্দটি রাজনৈতিকভাবে সঠিক না হলেও, যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করতে না পারে, তবে পরিবর্তন আসা উচিত।”
তিনি পোস্টটির শেষে লেখেন, “MIGA!!!” – অর্থাৎ Make Iran Great Again। তার বিখ্যাত স্লোগান MAGA (Make America Great Again)-এর আদলে এই নতুন স্লোগানটি তৈরি করেছেন ট্রাম্প।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই মন্তব্য ইরানকে আরও ক্ষুব্ধ করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিশ্ব রাজনীতির বর্তমান উত্তপ্ত পরিবেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা যেন আরও এক দফা অস্থিরতা ডেকে এনেছে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো স্পষ্ট নয়, এই সামরিক উত্তেজনার পরিণতি কী হতে যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত— বৈশ্বিক রাজনীতি এখন এক অনিশ্চিত সময় অতিক্রম করছে, যেখানে সাধারণ নাগরিকরাও ঝুঁকির মুখে পড়তে পারে।