লন্ডনে যাওয়ার চেষ্টায় ধাক্কা, নিপুণের দাবি: ‘ভুয়া খবর’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চিত্রনায়িকা নিপুণ আক্তার লন্ডনে যাওয়ার জন্য ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছান। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১-এ যুক্তরাজ্যের হিথরো বিমানবন্
চিত্রনায়িকা নিপুণ আক্তার লন্ডনে যাওয়ার জন্য ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছান। আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০১-এ যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে দেশের একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, নিপুণ ইমিগ্রেশনে পৌঁছালে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁর বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তাঁর পাসপোর্টে "নাসরিন আক্তার" নামে তথ্য থাকলেও তিনি চিত্রনায়িকা নিপুণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠে। সন্দেহজনক বিবেচনায় তাঁর ফ্লাইট বাতিল করা হয় এবং তাঁকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিপুণের নামে কোনো মামলা না থাকলেও তিনি যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে পারেননি। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। এ বিষয়ে যোগাযোগ করলে নিপুণ প্রথম আলোকে জানান, তিনি বনানীর বাসায় আছেন এবং খবরটি ‘ভুয়া’। তাঁর ভাষায়, ‘ফালতু সব বিষয়’। প্রসঙ্গত, ঘটনাটি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ঘটে বলে জানা গেছে। যদিও নিপুণের বক্তব্য ও গোয়েন্দা সংস্থার কার্যক্রম নিয়ে ভিন্নমত রয়েছে, বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান প্রয়োজন। এ ঘটনাকে কেন্দ্র করে বিনোদন জগতে চলছে নানা জল্পনা-কল্পনা। নিপুণের সত্যতা দাবি ও গোয়েন্দা সংস্থার তৎপরতা দুই দিক থেকেই বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
कोई टिप्पणी नहीं मिली