close

লাইক দিন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাতিজার ছুড়ির কোপে প্রাণ গেল চাচার..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম, লালমনিরহাট করেসপন্ডেন্টঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা-নাতির হামলায় আবু শামা (৫৮) নামে এক ব্যক্তির মত্যু হয়েছে। শুক্রবার বিকালে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বছের আলী ও আবু শামা দুই ভাই । তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে কিছুদিন ধরে। শুক্রবার দুপুরে বছের আলী তার ছোট ভাই আবু শামাকে নিজ বাড়িতে ডাকেন। আবু শামা বড় ভাই বছের আলীর ডাক শুনতে তার বাড়িতে যান। এ সময় বছরে আলীর পুত্র হাসেমসহ নাতি ও ছেলের শ্যালকরা দেশী অস্ত্র দিয়ে আবু শামাকে আঘাত করে। বছের আলীর পুত্র হাসেম ছুড়ি দিয়ে আবু শামাকে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আবু শামাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারী ও বছের আলীসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছেন।


হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে এবং এঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

לא נמצאו הערות