লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্ত হত্যা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সচেতন মহল ।
গত বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধা ফিলিং স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্ত্বর ঘুরে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয় ।
লালমনিরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জয়নুল আবেদীন সরকারের বড় ছেলে সাহেদুজ্জামান কোয়েল এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ।
স্থানীয় সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রেজাউল করিম, কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতি, ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
উল্লেখ্য, বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলালের সাব ৬ এস পিলালের এলাকায় বিএসএফের গুলিতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত বাংলাদেশিকে টেনে হেছরে ভারতে নিয়েছে বিএসএফ । সন্ধ্যায় ভারতের কোচবিহার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে । এতে ক্ষুব্ধ হয়ে সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।