রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই, যে মানুষটা ভালো, যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে।
বৃহস্পতিবার (২৯ মে) লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার তেলের পাম্পের সামনে এনসিপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক।
এসময় সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখানে আমি ভোট চাইতে আসিনি। আপনারা দলমত নির্বিশেষে ব্যক্তি ইমেজের ওপর ভিত্তি করে ভালো লোক দেখে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে। লালমনিরহাট জেলা সবচেয়ে সুবিধাবঞ্চিত, আমরা এনসিপি এই জেলা দিয়ে সর্বপ্রথম কার্যক্রম শুরু করব। আমরা তেলা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি। উত্তরাঞ্চলে কোথায় কী সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে-ঘাটে হেঁটে দেখে সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে বলব। উত্তরাঞ্চলে অন্যতম সংগঠক রাসেল মাহমুদ সঞ্চালনায় পথসভায় এনসিপির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় লালমনিরহাটের কালীগঞ্জে এনসিপি-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মঞ্চে দেখা যায় জাতীয় পার্টি-র কালীগঞ্চ উপজেলা শাখা-র সাবেক সভাপতি শাহ সুলতান নাসিরুদ্দিন আহমেদ নাহিদকে ।
তিনি উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচনও করেছেন। মঞ্চে সারজিস আলমের ঠিক পিছনে তাকে দেখা যায়। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ক্ষোভ প্রকাশ করেন। তবে শাহ সুলতান নাসিরুদ্দিন আহমেদ নাহিদের দাবী, ২০১৯ সালের পর থেকে জাতীয় পার্টি-র সাথে তার কোনো সর্ম্পক নেই এবং তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্রদের পক্ষে সরাসরি অংশ গ্রহন করেছেন ।
এর আগে সারজিস আলম লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চোরঙ্গী মোড় এবং হাতিবান্ধা উপজেলার মেডিকেল মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।



















