লালমনিরহাটের হাতীবান্ধায় (১২) বছর বয়সী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা সফিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) দুপুরে আটককৃত সফিয়ার রহমানকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পার্শ্ববর্তী পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই দিন ভোর রাতে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বাবা সফিয়ার রহমান। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী মেয়ের মা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মামলার বাদির সাথে বিয়ে হয় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের সফিয়ার রহমানের। তাদের সংসারে এক মেয়ে ও ছেলে সন্তানের জন্ম হয়। এমতাবস্থায় গত ২৩ জুন রাতে খাবার খেয়ে দুই সন্তানকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে মামলার বাদী। একই ঘরে আর এক বিছানায় ঘুমান অভিযুক্ত সফিয়ার। পরে ভোর ৫টার দিকে তার ১২বছর বয়সী ঘুমন্ত মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন বাবা সফিয়ার রহমান।
এসময় মেয়েটির আত্মচিৎকার শুনে মামলার বাদী ভুক্তভোগী মেয়েটির মা ঘুম থেকে উঠে আলো জ্বালালে পালিয়ে যায় অভিযুক্ত সফিয়ার রহমান। পরে তাকে স্থানীয়রা আটক করে পাটগ্রাম থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা করেছে ভুক্তভোগী মেয়েটির মা।



















