close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লালমনিরহাটে জি এম কাদের ও তার স্ত্রীর নামে হত্যাচেষ্টা মামলা....

Fahim Khan Readoy avatar   
Fahim Khan Readoy
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার স্ত্রী দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।..

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বাদী খলিলুর রহমান নামের এক ব্যক্তি সোমবার দুপুরে এই মামলা করেন। মামলায় জি এম কাদের, শেরিফা কাদেরসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। 

 


 

বাদী খলিলুর রহমান অভিযোগ করেছেন যে, ২০১৮ সালের সংসদ নির্বাচনে তিনি বিএনপির হয়ে লালমনিরহাট শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মামলায় বলা হয়েছে, ওই সময় জি এম কাদের ও তার স্ত্রীর নির্দেশে তাকে হত্যার চেষ্টা করা হয়। তবে মামলার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator