লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক উদ্ধার..

Foysal Sourov avatar   
Foysal Sourov
ফয়সাল সৌরভ, লালমনিরহাট জেলা প্রতিনিধি,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক  চোরা-চালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে  মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ঝাউরানী বিওপি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় ই-স্কাপ সিরাপ, ফেন্সিডিল, ফেয়ারডিল ও ভারতীয় গাজাঁ জব্দ করেছে। চোরা-চালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মা*দক-বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।

Nessun commento trovato


News Card Generator